Thursday , 2 January 2025
lpg-

আজ এলপিজির নতুন দাম নির্ধারণ

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানানো হয়েছে বুধবার ২ অক্টোবর ।এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার ১ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর ২০২৪ মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বুধবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩ শ ৭৭ টাকা ও ১ হাজার ৩ শ ৬৬ টাকা।

জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩শ ৬৩ টাকা ও ১ হাজার ৩ শ ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম।

মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪শ ৪২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪ শ ৮২ টাকা,ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪শ ৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪ শ ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চাঁদপুর টাইমস রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dollar

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ২৪ কোটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *