Friday , 3 January 2025
dc

তথ্য আদান-প্রদানে সরকারি বেসরকারি অফিসে কিছুটা ঘাটতি রয়েছে : ডিসি

“রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার ২৯ সেপ্টেম্বর সকালে চাঁদপুর সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আমাদের মধ্যে চাওয়া এবং পাওয়া নিয়ে যথেষ্ট গ্যাপ রয়েছে। আসলে যে যখন সুযোগ পায় সে তখন তার সুবিধা লুটে। আমরা আমাদের নিজের মত করেই সংবাদটা পেতে চাই। আমাদের অফিসগুলোর কোন তথ্য চাওয়া হলে তা উপস্থাপন করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনি বিষয় রয়েছে সেসব দিকেও বিবেচনা করতে হব সবার। তথ্য আদান-প্রদানে সরকারি বেসরকারি অফিসে কিছুটা ঘাটতি রয়েছে। সেসব ঘাটতি পূরণ করে নিতে হবে। ‘

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী,প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত,টিআইবি সনাকের সহ-সভাপতি প্রকৌশলী আলমগীর পাটওয়ারী প্রমূখ।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো.তপন বেপারী। এছাড়াও বিভিন্ন তথ্য সংক্রান্ত ডকুমেন্টারি উপস্থাপন করেন টিআইবি চাঁদপুরের এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা।

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

potato-1

চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ মে.টন

চাঁদপুরে চলতি রবি মৌসুমে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *