Friday , 3 January 2025
satter

ড. এম.এ.সাত্তার

শাহরাস্তির কৃতি সন্তানদের মধ্যে একজন ড. এম.এ. সাত্তার। তিনি ছিলেন বাংলাদেশ গণশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ নারী শিক্ষার অগ্রদূত, মসজিদভিত্তিক শিক্ষার রুপকার এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

ড. এম.এ. সাত্তার ১৯৩২ সালের ১ জুন শাহারাস্তির নাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আজিজুর রহমান পাটওয়ারী ও মায়ের নাম করফুলেন্নেছা। ড.এম.এ. সাত্তার শাহারাস্তির একটি হাই মাদ্রাসায় অধ্যয়ন করে জুনিয়র বৃত্তি লাভ করেন। এরপর তিনি চট্টগ্রামে হাই মাদ্রাসায় ভর্তি হন এবং ঐ মাদ্রাসা হতে ১৯৫১ সালে প্রথম স্থানে মেট্রিক পাস করেন । ১৯৫৩ সালে ঢাকা কলেজ থেকে বোর্ডের মেধা তালিকায় আইএ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

১৯৫৬ সালে তিনি অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ড্রিগ্রি , ১৯৫৮ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি লোক প্রশাসনে এম.এ ডিগ্রি লাভ করেন এবং একই সাথে সিএসপি পরীক্ষায় অংশগ্রহণ করেন । এরপর লাহোর সিভিল সার্ভিস ট্রেনিং একাডেমিতে যোগদান করেন।

১৯৬০ সালে সিএসপি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬২ সালে ব্রিটিশ নাগরিক ড.এলেন মেরি হেরিংটনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ড.সাত্তার ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের উইলিয়াম কলেজ থেকে ডেভলপমেন্ট ইকনমিক্সে এম এ ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন । যোগদান করেন। সিলেট জেলার তৎকালীন মৌলভীবাজার মহকুমা প্রশাসক হিসেবে যোগদান করেন।

অত:পর তিনি রংপুর নারায়ণগসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ড.সাত্তার ব্যক্তি জীবনে চার জন পুত্র সন্তানের জনক। ১৯৯২ সালের ২৬ মে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ড.সাত্তারের অবদানের চাঁদপুরের শাহারাস্তির নারী শিক্ষার হার ৯৬% ভাগে উন্নীত হয়।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

khaleda zia --

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *