Friday , 3 January 2025
mostafa

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা মজুমদার

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হলেন মোস্তফা মজুমদার । তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন ।

রবিবার ৮ সেপ্টেম্বর দুপুর প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোজাম্মেল হোসেন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন এর নাম নির্বাচিত ঘোষণা করেন।

মোস্তফা মজুমদার সুমন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা হাজীগঞ্জ পৌর রান্ধুনীমুড়া বা মনিনাগ গ্রামের মজুমদার বাড়ির মরহুম আবুল খায়ের মজুমদারের বড় ছেলে।

মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম এস এস সম্পন্ন করেন।তিনি বর্তমানে হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক,হাজীগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, হাজীগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ সাবেক সিনিয়র সহ-সভাপতি,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক,হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন নতুন দায়িত্ব যেন ন্যায় নিষ্ঠা ভাবে পরিচালনা করতে পারেন সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সে সাথে তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মোহাম্মদ মোস্তফা মজুমদার সুমন অত্রকলেজের শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বলেন, ‘ অত্র কলেজের ছাত্র ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবো এবং কলেজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবো। এক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি।’

এসময় নির্বাচনে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো.দেলোয়ার হোসেন মজুমদার এ কে এম সেলিম মজুমদার,কলেজের ম্যানেজিং কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মো.মাহমুদ আহমেদ মিঠু মজুমদার, সাবেক ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আজিম মজুমদার,কলেজের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো.মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক মো.শাহজাহান সরকার ও আবুল কালাম আজাদসহ কলেজের শিক্ষক, শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও মজুমদার পরিবারের সদস্যদের মধ্যে নসু মজুমদার,মঞ্জু মজুমদার, মহিউদ্দিন মজুমদার,একরামুল করিম সুজন মজুমদার,এনামুল হক মজুমদার,ফজলুল হক মজুমদার, টিটু মজুমদার, নিশান মজুমদার, উজ্জল মজুমদার, আকতার মজুমদার, রাব্বি মজুমদার, জোবায়ের মজুমদার,মারুফ মজুমদার, ফরহাদ মজুমদার উপস্থিত ছিলেন।

শাখাওয়াত হোসেন শামীম
৮ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *