Sunday , 5 January 2025
মেয়র- নির্বাহী হাজীগহ্জ

হাজীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-অবস্থান কর্মসূচি পালন

চাঁদপুরের হাজীগঞ্জে আবারো রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলকারী শিক্ষার্থীরা। ৩ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে টানা দেড় ঘন্টা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে দু’পাশের শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাজীগঞ্জ উপজেলা রির্বাহী কর্মকর্তা তাপস শীল, পৌর মেয়র মাহবুব উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে ও অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মিলে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

আন্দোলন কারী শিক্ষার্থীগণ হলো : হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, মডেল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ,পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ, কাকৈরতলা জনতা কলেজসহ বেশ কিছু মাদ্রাসার ছাত্র-ছাত্রী।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আবির হোসেন, মিরাজ হোসেন, ফয়সাল ও স্বপ্না আক্তার বলেন,‘ আমাদের ভাইদের রক্তের দাগ এখনো রাস্তায় ও হাসপাতালে লেগে আছে। আমরা তাদের হত্যাকান্ডের বিচার চাই। আমরা এ সরকারের পদত্যাগ চাই।’

বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টি পড়া অবস্থায় হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে পূর্ব বাজার সেতুর উপর অবস্থান নেয়। পরে তাদের সাথে আরো কিছু শিক্ষার্থী যোগ দিয়ে নানা বিষয়ে শ্লোগান দেয়। সড়কের দু’পাশে পুলিশের অবস্থান দেখে ভুয়া ভুয়া শ্লোগান দেয় আন্দোলনকারীগণ্ । পুলিশের নিরবতার কারণে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল সমাপ্তি হয়।

এদিকে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র নেতৃত্বে একঝাঁক ছাত্রনেতা মধ্যে বাজারে অবস্থান নেয়। তবে কোনো সংঘাতে না জড়িয়ে তারাও শান্তিপূর্ণ অবস্থানে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আন্দোলনের বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, ‘ আমাদের নির্দেশনা ছিল তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে কর্মসৃচি শেষ করে। যে কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়নি। সামনের দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা হয়তো এভাবে রাস্তায় নামবে না বলে প্রতিশ্রুতি দেয়। ’

৩ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *