Tuesday , 7 January 2025
সেনা বাহিনী চিকিৎসা ===

হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা পেলো দেড় হাজার নারী-পুরুষ-শিশু

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার স্থানীয় মানুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ‘জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দু:স্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় ৩ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৭ শ’ জন নারী, ৩শ ৫০ জন পুরুষ এবং ৪শ ৫৩ শিশুসহ ১ হাজার ৫শ ৩৩ জন গরীব ও দ:ুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরীব ও দু:স্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী,এফসিপিএস, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান,এমসিপিএস, এফসিপিএস,মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন,ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি,ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *