মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ মাসের ১০ তারিখ ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সেই মোতাবেক বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন।
জানা যায়, নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট ৬ জুন নাগরিকদের এ আহ্বান জানায়।
এরপর এদিন সন্ধ্যায় দেশটির পর্যবেক্ষকসহ কমিটির সদস্যরা চাঁদ দেখার আয়োজন করেছে। এতে পশ্চিম আকাশে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ৬ জুন গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে,সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। এ হিসাবে শুক্রবার ৭ জুন ছিল জিলহজ মাসের প্রথম দিন।
১২ জুন ২০২৪
এজি