চাঁদপুরের হাজীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দু’দিনে প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে ২৪জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
এর মধ্যে আজ বুধবার বাজারের ভ্রাম্যমান আদালতে ৮ জনকে ৮ মামলায় জরিমানা করা হয়েছে ৫হাজার ৫শ’ টাকা এবং মঙ্গলবার ১২ মার্চ ১৬ মামলায় ১৬জনকে জরিমানা করা হয় ১৮ হাজার ৫শ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন,‘ বাজারের প্রধান সড়কে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখতে হকার এবং পন্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে এসব ব্যাক্তিদের জরিমানা করা হয়। একই সাথে বাজারের ব্যবসায়ীদের এসব বিষয়ে সকর্তক করে দেয়া হয় । ‘
দু’ দিনের ভ্রাম্যমান আদালতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদসহ একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা করেন।
১৪ মার্চ ২০২৪
এজি