Sunday , 5 January 2025
matlob--

মতলব উত্তরে কম্বিং অপারেশেন বাস্তবয়নে টাস্কর্ফোসের প্রস্তুতি সভা

চাঁদপুরের মতলব উত্তরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল,জাগ অপসারনে কম্বিং অপারেশন বাস্তবায়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জানুয়ারি সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা আক্তার সুমি।

সভাপতির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বাড়লে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের ডিম,রেণু ও পোনা নষ্ট হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হবে। ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মাসব্যাপি কয়েক ধাপে এ অভিযান চলবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো.ছানোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফয়সাল মো.আলী,শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম,বেলতলী ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো.বাবর,সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান,মোহনপুর কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার জসিম উদ্দিন,মোহনপুর ফাঁড়ির এএসআই মানিক,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন,মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.দ্বীন ইসলাম, মৎস্য প্রতিনিধি ওমর আলী, আড়ৎদার ফুল চাঁন বাবু প্রমুখ।

এ সময় কোস্টগার্ড,নৌ-পুলিশ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ’সহ মৎস্য প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

১৮ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মতলব

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১৬ শ কৃষক পেল প্রণোদনা

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬শ কৃষকে প্রনোদনা দেওয়া হচ্ছে।২০২৪-২৫ অর্থ বছরের খরিপ- …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *