Monday , 30 December 2024
pm==
ছবি : সংগৃহীত

২৯ রমজান ৯ এপ্রিল ছুটি থাকছে না

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রীসভা। ফলে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না। ৯ এপ্রিল ২৯ রমজান।

সোমবার ১ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক ৯ এপ্রিল ছুটির সুপারিশ নাকচ করার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন,‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রীসভা।

মন্ত্রীসভা বলেছে,এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’

গত রোববার ৩১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি আগামি ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, ছুটির ব্যাপারে সোমবার একটা সুপারিশ যাবে সরকারের কাছে,একদিন বাড়ানো যায় কি না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে চলতি বছরের ছুটির তালিকা বছরের শুরুতেই সাজিয়ে রেখেছে সরকার। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি ধরা হয়েছে ১০,১১ ও ১২ এপ্রিল।

ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার,১৪ এপ্রিল নববর্ষের ছুটি।

আর ঈদের আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি। তার আগের দুদিন ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ৮ ও ৯ এপ্রিল ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদে টানা ১০ দিন ছুটি পেতেন। তবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি কেবল ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে সরকারের কাছে।

আজ মন্ত্রীসভার বৈঠকে সেই সুপারিশ নাকচ করে দেওয়ায় ঈদে টানা পাঁচ দিন ছুটি ভোগ করার সুযোগ পেল সরকারি চাকুরেরা।

১ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

primary edu--

সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৫৪৫৬ জন

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *