হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু তাহের মিয়ার সার্বিক তত্বাবধানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম.জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো.আবুল বাশার লিটন, দাতা সদস্য আলহাজ্ব মো.আব্দুল মান্নান মিয়া, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সেলিম মিয়া।
সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর শুকু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নজুরুল ইসলাম মিলন চৌধুরী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহজান, হাজী মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মুন্সী, মো. শাহ জামাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমুন নাহার ঝুমু, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, ফজলুর রহমান, জসিম উদ্দিন, রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইব্রাহিম মাস্টার, অভিভাবক সদস্য শাহজান বিএসসি ও মজিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সোহেল রানা,অভিভাবক সদস্য সোহেল হোসেন, মহিন উদ্দিন, লিপি আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অবিভাবকগণ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী, গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রান্ত দেবনাথ, মানপত্র পাঠ করেন বিদায়ী পরীক্ষার্থী নাভিলা সুলতানা, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর হোসেন, মাহমুদা আক্তার, অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পিয়াল পাল।
নিজস্ব প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪
এজি