রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ জন আসামী সহ চোরাই মালামাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়,অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর সার্বিক দিক নিদের্শনায় অভিযান পরিচালনা কালে হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোহাম্মদ ছায়েম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানার মামলা নং-২৬, তাং-২৮/১২/২০২৪, ধারা-৪৫৭/৩৮০ পেনেল কোড এর ঘটনার সাথে জড়িত হাজীগঞ্জ উপজেলাধীন ০৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের উত্তর মজুমদার বাড়িতে চুরির ঘটনা তদন্ত করে আসামী মোঃ রিয়াদ হাসান (২২), পিতা-জামাল উদ্দিন, মাতা- পেয়ারা বেগম, সাং- প্রতাপপুর (মজুমদার বাড়ি)থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুরকে গ্রেফতার করিয়া তাহার স্বীকারোক্তি এবং দেখানো মতে চুরি হওয়া ১/একটি পানির পাম্প (মটর )বক্স সহ একটি বৈদ্যুতিক ডিল মেশিন , তিনটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার,দুটি বৈদ্যুতিক টিউবলাইট একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম এর ভিতর রক্ষিত ১৫ কেজি চাল ও দুইটি পাঁচ লিটারের প্লাস্টিকের বোতলে সরিষার তেল মোট ১০ লিটার সহ বর্ণিত মালামাল সমূহ চোরাই উদ্ধার হিসেবে জব্দ তালিকা মূলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন,সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সকল প্রকার অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪
এজি