চাঁদপুরের হাজীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে অনুষ্ঠিত ৩ দিনব্যাপি বই মেলা অনুষ্ঠানের সমাপনি দিনে চাঁদপুরের ৫ জন লেখককে সংবর্ধনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার ২১ ফেব্রুয়ারি সংবর্ধিত ও বিজয়ীদের হাতে সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে মেলার স্টলস্থল ফুড লাভারস পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কাজী শাহাদাত,ডা. পিযুষ কান্তি বড়ুয়া,মাঈনুল ইসলাম মানিক, মো.ফরিদ হাসান ও এসএম চিশতী।
একই সময়ে হাজীগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন,ছড়া,কবিতা,গল্প,প্রবন্ধসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং হাজীগঞ্জের লেখকদর ৪টি বইয়ের মোড়ক উন্মোচিত করা হয়।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল,অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল পংকজ কুমার দে, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত,হাজীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী পরিষদের পক্ষে অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী,বই মেলা উদযাপন কমিটির আহবায়ক মহিউদ্দিন আল আজাদ।
ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো.জাহিদ হাসান এর উপস্থাপনায় বক্তব্য শেষে মেলার ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কবির আহমেদ
২২ ফেব্রুয়ারি ২০২৪
এজি