Sunday , 5 January 2025
Hajigonj-gazi

হাজীগঞ্জে ‘ঈগল’ প্রতীকের পথসভায় ব্যাপক জনসমাগম

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি আসনের স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের পথসভাটি জনসভায় ব্যাপক জনসমাগম হয় । ২ জানুয়ারি বিকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ আড়ংবাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমান।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক পাটওয়ারী রাছেলের উপস্থাপনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিটু,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু ও ইউপি সদস্য খোরশেদ আলম সবুজ।

এসময় আরো বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভুইয়া,ঈগল প্রতীকের ধড্ডা কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জসিম উদ্দিন মুন্সী,ইউনিয়ন যুবলীগ নেতা মহসিন মোল্লা প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পথসভাস্থল।

এর আগে এদিন দুপুর থেকে পথসভাস্থলে ওই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পথসভায় যোগ দেন, ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পাতানিশসহ আশপাশের গ্রামের লোকজন পথসভায় অংশগ্রহণ করেন। এতে লোকে লোকারণ্যে পরিনত হয় পথসভাটি।

করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *