Sunday , 5 January 2025
হাজী-ইসলামী দল

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর ২০২৪ বিকেলে ইউনিয়নের চেঙ্গাতলী বাজার সংলগ্ন বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পীরজাদা মাও. মো.আফছার । জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি মাও. কুতুব উদ্দিন রাব্বানীর সভাপ্রধানে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার, সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি মো. আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মতলব দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাও. আনসার আহমেদ (পীর সাহেব) বাগিচাপুর, ইসলামী শ্রমিক আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আকতার হোসেন নিপু, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান মাজহারী।

দ্বাদশগ্রাম ইউনিয়ন সেক্রেটারী মাও.ওমর ফারুকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের রাজারগাঁও ইউনিয়নের সহ-সভাপতি মুফতি মাজহারুল ইসলাম রাজী,দ্বাদশগ্রাম ইউনিয়নের সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ। সমাবেশে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী,অর্থ-সম্পাদক মোহাম্মদ শাহিদুল মানিক,বাকিলা ইউনিয়নের সভাপতি মাও.মাহবুবসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ ডিসেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *