Monday , 30 December 2024
soudi--

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয়: সৌদি আরব

সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বলেছে,স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তারা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক স্থাপন করবে না। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

দেশটির সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বীকৃত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে,গাজায় ইসরায়েলি আগ্রাসন অবশ্যই বন্ধ এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।

‘সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা চলছে’মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা বলার প্রেক্ষিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করে।’

উল্লেখ্য, সৌদি আরব এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। বাসস

৭ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

gaza-

হিজবুল্লাহর নজিরবিহীন রকেট হামলা,হাসপাতালে ৩ হাজার ইসরায়েলি

লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ কামিকাজে ড্রোনের একটি স্কোয়াড্রন দিয়ে ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *