Friday , 3 January 2025
প্রিন্স শাকিল

স্টল মালিক-ক্রেতাদের কথা ভেবে এ সেন্ট্রাল এসি’র ব্যবস্থা : প্রিন্স শাকিল আহমদ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লি,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র,ইউনিভার্সিটি অব লন্ডনের ল’গ্রেজুয়েট এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিন্স শাকিল আহমদ ১ এপ্রিল সোমবার বিজনেজ পার্ক সেন্টারের শপিংমলের শীতাতপ সংযোগের উদ্বোধন কালে বলেন,‘ আসন্ন ঈদুল ফেতরের হাজীগঞ্জ-শাহরাস্তি তথা জেলার সকল বিজনেজ পার্ক সেন্টারের শপিংমলের স্টল মালিক,স্টাফ এবং ক্রেতাদের গ্রীষ্মের রৌদ্্রতাপের কথা ভেবে এ সেন্ট্রাল এসি’র ব্যবস্থা করা হয়েছে।’ আমরা আশাকরি-সব রয়সী ক্রেতাগণ এ শপিংমলে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। হাজীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে ছোট-বড় সবার পছন্দের নানারকম, বাহারি রঙ্গের নতুন বস্ত্র কেনা-বেচায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন স্টল মালিক বা ব্যবসায়ীগণ।

বিশেষ করে বিজনেস পার্ক মকিমউদ্দিন সপিং সেন্টার,হাজীগঞ্জ বাজার বিশাল সপিং সেন্টারসহ বাজারের সর্বত্রই চলছে জমজমাট ঈদ উৎসবে কেনা কাটা। হাজীগঞ্জের গ্রামীণ ছোট বড় হাট-বাজারে ঈদের বেচা-কেনা চলছে রমরমা।

করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *