Tuesday , 7 January 2025
hajj--

সৌদিদের হজ নিবন্ধন শুরু : অগ্রাধিকার যাদের

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশটির হজযাত্রীদের নিবন্ধন শুরু করেছে। চলতি বছরের নিবন্ধন ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সেখানে প্রথম হজ ইচ্ছুকদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বুধবার ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ ইচ্ছুকরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারে। সেখানে বিভিন্ন প্যাকেজ দেয়া হয়েছে। প্রত্যেকে নিজ নিজ পছন্দের প্যাকেজও বেছে নিতে পারে। তবে এখনো যারা হজ করতে পারেননি,তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

এছাড়া নিবন্ধনের সময় হজের পুরো অর্থ খরচ দিয়ে দেয়া কিংবা আংশিক দেয়ারও সুযোগ রাখা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে,মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা হজের নিবন্ধন করবে,তাদের নিবন্ধন ও প্যাকেজ নির্বাচনে যথাযথ তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে। একইসাথে একাধিক আবেদনপত্রে একই মোবাইল নম্বর সংযুক্ত করা যাবে না। সূত্র : খালিজ টাইমস

১৪ ফেব্রূয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

haj

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বুধবার ২৩ অক্টোবর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *