Friday , 3 January 2025
জাািমিয়া মাদ্রাসা

হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার ধারাবাহিক সাফল্য অর্জন

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর আওতাধীন ও ওয়াকিফ, প্রতিষ্ঠাতা ও মোতায়াল্লী আলহাজ মরহুম আহমাদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াকফ এ্যস্টেট কর্তৃক পরিচালিত জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসা থেকে চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ এর অধীনে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় বিভিন্ন স্তরে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

৪ এপ্রিল ২০২৪ প্রকাশিত ফলাফলে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এর মধ্যে ২০ জন এ প্লাস ও ৩ জন মেধা তালিকায় উত্তীর্ণ হয়। এ ছাড়াও দাওরায়ে হাদীস (সমমান এম.এ) চলতি শিক্ষাবর্ষে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন সবাই প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এ সাফল্যে জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড.মোহাম্মদ আলমগীর কবীর পাটওয়ারী এবং সভাপতি প্রিন্স শাকিল আহমেদ এক বার্তায় তিনি মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করেন।

এ ছাড়াও তিনি মাদ্রাসার প্রিন্সিপ্যাল, সকল শিক্ষক ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি এ প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

জামিয়া আহমাদিয়া কাওমী মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি আবদুর রউফ বলেন,’প্রায় এক সহস্রাধিক নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীর প্রতিষ্ঠানটি পরিচালনা করতে যাদের উৎসাহ,উদ্দীপনা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেয়েছি। তিনি হলেন প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলমগীর কবির পাটওয়ারী ও বর্তমান সভাপতি ও মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ।

আজকের এ সাফল্যের জন্যে তাঁকে এবং বর্তমান সভাপতি প্রিন্স শাকিল আহমেদ বলেন ,‘ এ মাদ্রাসার সুনাম ধরে রাখতে যে সব শিক্ষকগণ মেধা ও শ্রম ব্যয় করে,পাঠদানে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন,তাদের সবাইকে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যে সব শিক্ষার্থীগণ গৌরব করার মত ভালো ফলাফল করে চাঁদপুর জেলার অন্যতম এ প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রেখেছে। তাদের সবাইকেও আমি অভিনন্দন জানাই ।‘

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৩
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *