Sunday , 8 September 2024
কোটা

হাজীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে ঊত্তাল : কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি

হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সড়ক অবরোধকালে দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ১৭ জুলাই বেলা ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল পংকজ কুমার দে,অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদসহ ছাত্রলীগ অংশ নেয়। প্রায় এক ঘন্টা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক,হাজীগঞ্জ-রামগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ বাজারে যান চলাচল বন্ধ ছিলো। এ ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান,‘পরিস্থিত পুরোপুরি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল জানান,‘এ ঘটনায় কোন মামলা দাযের হয়না, কোন আহতের খবর পাওয়া যায়নি।’

ধাওয়ার পর ধাওয়ার ঘটনা চলাকালে বাজারে অবস্থান করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জীবন প্রমূখ।

১৭ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Hajigonj news,

হাজীগঞ্জে নুরু হত্যায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হাজীগঞ্জে নুরু হত্যায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *