Sunday , 5 January 2025
amin

প্রিন্সিপাল অফিসার এইচএম আমিনুল ইসলামকে পদোন্নতিতে সংবর্ধনা

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২শ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। জানা যায়,হাজীগঞ্জ উপজেলাধীন সোনালী ব্যাংক আলীগঞ্জ ট্রেজারি শাখার প্রিন্সিপাল অফিসার(ম্যানেজার) এইচএম আমিনুল ইসলামকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও) গ্রেড-৫ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের আয়োজনে সোমবার ২৩ ডিসেম্বর উপজেলা সম্মেলন কক্ষে সোনালী ব্যাংক আলীগঞ্জ ট্রেজারি শাখার প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) এইচএম আমিনুল ইসলামকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও) গ্রেড-৫ পদে পদোন্নতিতে সংবর্ধনা দেয়া হয়েছে। আরো জানা যায়,ব্যাংকটি সহকারী জানা যায়,মহাব্যবস্থাপক,সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দিয়েছে।

জানা যায়, সোনালী ব্যাংকে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছেন। কিছুদিন আগে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। তবে নিচের দিকে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে ছিল।

এ জন্য সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় সোমবার ২৩ ডিসেম্বর এসব পদে পদোন্নতি দেয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পান।

বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফারুক হাসান বলেন,দীর্ঘদিন পদোন্নতিতে একটি জটলা ছিল। এ জন্য নিয়মের মধ্যে এই পদোন্নতি দেয়া হয়েছে। এটি ব্যাংকের জন্য ভালো হবে। এতে ব্যাংকের কর্মকর্তারা কাজের প্রতি আরও উৎসাহী হবেন। দীর্ঘদিন পর পদোন্নতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

কবির আহমেদ
২৯ ডিসেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *