হাজীগঞ্জ পৌরসভায় অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা হয় । হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে বুধবার ২০ নভেম্বর বিকালে পৌর সভাকক্ষে পৌরসভা শুমারি স্থায়ী কমিটির এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন,‘ দেশের চতুর্থ এ অর্থনৈতিক শুমারী সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে। তাই, শুমারিতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি। দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে স্ব স্ব উদ্যোগে এ কার্যক্রম সফল করতে হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সঠিক তথ্য না থাকলে অনেক সময়ে কাজের অসুবিধা হতে পারে। আর সঠিক তথ্য থাকলে দেশের উন্নয়ন করতে সহজতর হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা ও পৌরসভায় শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন, হাজীগঞ্জ-কচুয়া উপজেলা অর্থনৈতিক শুমারি সমন্বয়কারী ও কচুয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।
এসময় বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শাহাদাত হোসেন,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আবু ছাইদ,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ,হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম,হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রোকেয়া সুলতানাসহ পৌরসভা শুমারি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ,পরিসংখ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসারবৃন্দ ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪
এজি