Monday , 30 December 2024
sumon

চাঁদপুরে সমাজসেবার শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার

চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ৩ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র এই একটা জায়গায় কণ্টকাকীর্ণ। তাই কেবল আইন প্রয়োগ ও শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক আন্দোলন সঞ্চারিত করা।

নাগরিক এবং সরকারি কর্মচারী উভয়ে যার যার আবস্থান থেকে সৎ থাকলেই দুর্নীতিসহ অপশাসনের বাহুল্যমুক্ত হওয়া যায়। তা হলেই সেবাদান প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে। সমাজ ও রাষ্ট্রেরও বিশাল গুণগত পরিবর্তন ঘটতে বাধ্য। এ জন্য সরকারি,বেসরকারি কর্মকর্তাসহ সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার।

বিশেষ করে সেবা খাতে শুদ্ধাচার অনুশীলন সবচেয়ে বেশি প্রয়োজন। সেবা খাতে সকল শ্রেণির মানুষ সেবা প্রত্যাশিত বিধায় এখানে বিশৃঙ্খলা,অনিয়ম,অসাধুতা,অনৈতিকতার চর্চা যে কোনোমূল্যে প্রতিরোধ প্রয়োজন।

জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প হচ্ছে ‘সুখী সমৃদ্ধ সোনার বাংলা’। সোনার বাংলা গড়তে হলে রাষ্ট্রের সর্বস্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এই কঠিন কাজটিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- ‘নেশন মাস্ট বি ইউনাইটেড অ্যাগেইনস্ট করাপসন। পাবলিক ওপিনিয়ন মবিলাইজ না করলে শুধু আইন দিয়ে করাপসন বন্ধ করা যাবে না।’

তিনি বলেন, আমাদের সকল উন্নয়ন ও সমৃদ্ধির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের সেবা খাত। এখানে শৃঙ্খলা, সুশাসন এবং সর্বোপরি শুদ্ধাচার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধি ও উন্নয়নের আশা করা বৃথা। শুদ্ধাচারের চর্চা না থাকলে বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি সহসাই বাসা বাঁধে। ফলে সমৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া চরম হুমকির মধ্যে পড়ে।

তিনি আরো বলেন, তবে বিবেক বলতে নিজের জন্য যা প্রত্যাশা, তা অন্যের জন্যও চাওয়া। বিবেকের তাড়নায় তাড়িত হয়েই ভালো কাজ করতে, সৎ পথে চলতে মানুষ উৎসাহিত হয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটি পেতে চায়। বর্ণ, রঙ, উচ্চতা, চিন্তাশক্তি, আকৃতি, গঠন ভেদে মানুষ আলাদা হলেও আকাঙ্ক্ষার ক্ষেত্রে সব মানুষের চাওয়াই অভিন্ন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী, হনারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।

সেমিনারে সমাজ সেবা কার্যালয়ের সেবাসমুহ আরও সহজীকরণ করতে অংশগ্রহণকারীদের সুপারিশ গ্রহণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *