Tuesday , 7 January 2025
মুনিরা মাদ্রসা==

শিক্ষাক্ষেত্রে সরকারের একটি বড় ধরনের সাফল্য : প্রিন্স শাকিল আহমেদ

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর আওতাধীন এবং মুনিরুদ্দিন আহমেদ (রহ.)এর প্রতিষ্ঠিত মুনিরিয়া নূরানী মাদ্রাসার ২০২৪ সালের বই বিতরণ কালে মাদ্রাসার সভাপতি ও মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ২০১০ সাল থেকেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের এটি একটি বড় ধরনের সাফল্য ও জাতীয় জীবনে একটি মাইলফলক। তাই সরকারের শিক্ষামন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। ’

বই উৎসব ২০২৪ এর বই বিতরণ কালে তিনি কথা বলেন।

শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্য তিনি আরো বলেন,‘ নিয়মিত পড়াশুনা না করলে তোমরা জাতীয় জীবনে অবদান রাখতে পারবে না। বইগুলো যত্ন সহকারের পাঠ করবে। কেননা-একটি বই হারিয়ে গেলে বা নষ্ট হলে ঔ বই সংগ্রহ করা তোমাদের জন্য অনেক কষ্টকর হবে। কেননা তোমরাই জাতির আগামি দিনের স্মার্ট নাগরিক হবে।’

শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা রেখে আমাদের ভবিষ্যৎ স্মার্ট নাগরিক তৈরি করতে ও পাঠদানে সহমর্মিতা প্রদর্শনে শিক্ষকদের প্রতি তিনি অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাও.মো.এনায়েত উল্লাহ । উক্ত অনুষ্ঠানের সব শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রস্ঙ্গক্রমে ও প্রাপ্ত তথ্য মতে, ১ জানুয়ারি বিনামূল্যে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করবে সরকার। বই উৎসবে প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়া হয়েছে।

বই উৎসবে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন,ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন,ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন,দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন,ইংরেজি ভার্সন ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগরি ট্রেড বই ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ জন, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ জন ও ব্রেইল পদ্ধতির ৭২৪ জন; এই মোট তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই।

বই উৎসবে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হয়। এরমধ্যে শিক্ষক সহায়িকা রয়েছে ৪০ লাখ ৯৬ হাজার ৬ শ ২৮টি।

১৪ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *