Tuesday , 7 January 2025
শাহরাস্তি

শাহরাস্তিতে ৪ তরমুজ ও ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মূল্য তালিকা প্রদর্শন না করা,কৃষি বিপণন লাইসেন্স না থাকা,পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ৪টি ফলের আড়তকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মার্চ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাত এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিংয়ের হিসেবে উপজেলার ঠাকুরবাজার,দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ওই সময় দুটি তরমুজের আড়ত এবং দুটি ফলের আড়তের কৃষি বিপণন লাইসেন্স,পাকা রশিদ,মূল্য তালিকা,বিক্রয় রশিদ ইত্যাদি যাচাই করে মূল্যতালিকা প্রদর্শন না করা,কৃষি বিপণন লাইসেন্স না থাকা,পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় ঠাকুরবাজারের একটি তরমুজ আড়তকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গার মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়তকে ৩০ হাজার টাকা,কালিয়াপাড়ার ভোলা চরফ্যাশন বাণিজ্যলায় তরমুজ আড়ততে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডার তরমুজ আড়তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স।

১৬ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ---শাহরাস্তি

শাহরাস্তিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ওয়ালিউর রহমান

চাঁদপুরের শাহরাস্তিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.ওয়ালিউর রহমান মোল্লা নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *