Friday , 3 January 2025
haji- momin

হাজীগঞ্জে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিএনপি’র মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মতবনিমিয় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার.মমিনুল হক।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা রয়েছে আপনারা কোনো ধরনের অপরাধমূলক কাজ করবেন না। যারা অপকর্মে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে-নতুন বাংলাদেশে সেই শোষণ ও নির্যাতন থাকবে না। তবে অপরাধ ও অপকর্মকারীরা যেই দলের হোক না কেন,তাদেরকে ছাড় দেয়া হবে না ।’

এসময় তিনি আজাদ হত্যা ও মিজানুর রহমান সেলিমের দোকান লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন,সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাবেক উপদেষ্টা সদস্য হেলাল উদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.বিল্লাল হোসেন বেলাল,পৌর যুবদলের সাবেক আহবায়ক মো.মিজানুর রহমান সেলিম, সাবেক সদস্য-সচিব মো.বিল্লাল হোসেন পাটওয়ারী,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত তালুকদার,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

কবির আহমেদ
১৪ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *