যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন।
বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। আপনি যদি প্রতিদিন ৫টি করেও বই পড়েন তাহলে লাইব্রেরির সম্পূর্ণ বই শেষ করতে আপনার ৮০ হাজার বছর লেগে যাবে।
লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটি বয়স ৩ হাজার বছর। এটি লন্ডন শহরে অবস্থিত।
সংগৃহীত
৯ জুন ২০২৪
এজি