নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে,এখন কমিশন সিদ্ধান্ত দিলেই এ ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলার তালিকা পেয়েছি। এই নির্বাচনের জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করা হবে।’
রোজার আগে উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না,সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে। সব উপজেলাই নির্বাচনযোগ্য। কারণ আপনারা জানেন যে ২০১৮ সালের মার্চের দিকে ভোট শুরু হয়েছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে সবই নির্বাচনযোগ্য হয়েছে।’
মাঝখানে রোজার আগে এসএসসি পরীক্ষা রয়েছে। বিষয়টি নজরে আনলে তিনি বলেন,‘সব বিষয় বিবেচনায় নেয়া হবে। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে। কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপ রোজার আগে শুরু হয়ে বাকিগুলো রোজার পরে হতে পারে।’
তবে কয় ধাপে উপজেলা নির্বাচন হবে সেটি কমিশন সিদ্ধান্ত দেবে। ধাপে ধাপে ভোট হওয়ার পূর্ব নজির যেহেতু রয়েছে। সে ক্ষেত্রে ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইসির এ অতিরিক্ত সচিব।
১৬ জানুয়ারি ২০২৪
এজি