চাঁদপুরের হাজীগঞ্জ বাজারস্থ বেগম প্লাজা মার্কেটের দু ভাইয়ের মধ্যে সম্পত্তিগত বিরোধের জেরে হাজীগঞ্জ থানার ওসিকে রিসিভার (স্মারক নং-১৩৬৫) নিয়োগ দিলেন আদালত।
হাজীগঞ্জ পশ্চিম বাজারের বেগম প্লাজা সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দুই ভাই মোরশেদ আলম ও খোরশেদ আলম এর মাঝে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মোরশেদ আলম বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-১০৮৫/২০২৪।
মামলার প্রেক্ষিতে আদালতে বাদী মোরশেদ আলম নালিশী ভূমিতে রিসিভার নিয়োগের আবেদন জানালে গত ২৮ অক্টোবর সোমবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) রিসিভার নিয়োগ করা হয়।
রিসিভার নিয়োগের পর ২ নভেম্বর দুপুরে হাজীগঞ্জ থানার এসআই ফিরোজ আহম্মদ মোল্লা ও সঙ্গীয় পুলিশ ফোর্স এসে বিরোধকৃত দোকানঘরে তালা লাগিয়ে দেয়।
এ দিকে রিসিভার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি অরো বলেন, বিষয়টি তদন্তাধীন। দু পক্ষকে আদালতের স্থিতাবস্থা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে,হাজীগঞ্জ বাজারস্থ বেগম প্লাজা মার্কেটটি সাবেক ২১৩নং মকিমাবাদ মৌজার বিএস ১৩১৮ খতিয়ানে ১ আনা অংশে ০.২৮০ একর ভূমি নিয়ে চার বোন ও এক ভাইয়ের সাথে অপর এক ভাইয়ের বিরোধ চলে আসছে।
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৪
এজি