হাজীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। এতে ৪০ টি স্টল অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় উপজেলা চত্বর মাঠে চাঁদপুর-৫,হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের ৫ম বারের সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম’র পক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
উদ্বোধন শেষে মেলা মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি,উপজেলা সহকারি কমিশনার রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম,সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন,উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু।
খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,খামারী বিষ্ণু ঘোষ, খোরশেদ আলম ও আহসান হাবিব। আলোচনা সভা শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় গরু,ছাগল, হাঁস-মুরগী,কবুতর,খোরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধসহ ৪০টি স্টল স্থান পায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান,মিজানুর রহমান,মানিক হোসেন প্রধানীয়া,গোলাম মোস্তফা স্বপন,ইউসুফ প্রধানীয়া সুমন,মজিবুর রহমান,নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার,কাজী নুরুর রহমান বেলাল,এ কে এম মজিবুর রহমান, আবু তাহের প্রধানীয়া,হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার।
নিজস্ব প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪
এজি