Thursday , 2 January 2025
fish

হাইমচরে মেঘনা নদী থেকে ১৭ জেলে আটক

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে হাইমচরের মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করে ন অভিযানে অংশগ্রহণকারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ।

তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অভ য়াশ্রম এলাকায় উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড হাইমচর স্টেশনের যৌথ পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

এ ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে ৭ জেলেকে এবং ৮ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। আর জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ২ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আ শরাফুল হক,শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.ফারুক আহাম্মেদ,হাইমচর উপজেলা স হকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ,বাংলাদেশ কোস্টগার্ড আউট পোস্ট হাইমচর-এর স্টেশন পেটি অফি সার ( এম মনিরুজ্জামান,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ক্ষেত্র সহকারী ইজাজ মা হমুদ উপস্থিত ছিলেন।

অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয় এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট কর া হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় ৪টি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

২৮ অক্টোবর ২০২৪
এজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *