চাঁদপুরের হাজীগঞ্জে একটি ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায় । ৯ মার্চ রবিবার বেলা ২ টার দিকে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে আনলে দালাল চক্রের পরামর্শে ঐ ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার নিয়ে যান।
সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে দেখে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পর শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানাযায়,নিহত শিশু ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের আলী মিজির ৬ দিনের কন্যা । শিশুটির মা কুলসুমা বেগম বলেন,‘ জন্মের ৬ দিন পর দুধ কম টানে দেখে ডাক্তার দেখাতে আনলে ডাক্তার ইনজেকশন দেয়ার ৩-৪ মিনিট পর চোখের সামনে নড়াচড়া বন্ধ হয়ে নি:শ্বাস চলে যায়। আমরা এ ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারের ডাক্তার অযথা বিল তৈরি করতে নানান ভয় দেখিয়েছে-আমি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।’
ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানান,আমাদের কোনো অবহেলা ছিল না । তাদেরকে কুমিল্লা হাসপাতালে চিকিৎসা জন্য পরামর্শ দেয়া হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শাখাওয়াত হোসেন শামীম
৯ মার্চ ২০২৫
এজি