Tuesday , 7 January 2025
manob-

চাঁদপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ নভেম্বর বিকাল ৪টায় চাঁদপুর বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে ২৪এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্লে কার্ডে লিখে ও স্লোগান দিয়ে বলেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না। আমার বোনের রক্ত বৃথা যেতে দিবো না। আসিফ ফাহাদ স্যার যখন জেলে, ফারুকী তখন কোথায় ছিল। দালালী না রাজপথ,রাজপথ রাজপথ। যেথায় রং সেথায় ঢং,কাজের বেলায় ঠং ঠং। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সত্যের সন্ধানে আমরা আছি সবখানে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লবী এ চেতনা, থামবেনা থামবেনা।

রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। উপদেষ্টা ওরা কারা, জবাব চাই বিপ্লবীরা। পা চাটা নোংরামী চলবেনা চলবেনা। এ এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন। দিয়েছি তো রক্ত,আরো দিবো রক্ত। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।

এসময় শিক্ষার্থীরা আরো বলেন,২৪এর আন্দোলনের ফলে জন-মানুষের মনে একটা চেতনা তৈরি হয়েছে।সেই চেতনাকে নষ্ট করা যাবে না। আমাদের যেই স্বাধীনতা এসেছে, এ স্বাধীনতাকে বিতর্ক করা যাবেনা। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদেরকে বিতর্কিত করা যাবেনা। সর্বোপরি বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে।

তারা আরো বলেন,আপনারা শিক্ষার্থীর রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুজি করে সাধারণ মানুষের রক্তকে পুজি করে ভেবে থাকেন তারা উপদেষ্টা হবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। আপনারা ছাত্রদের সাথে মশকরা শুরু করেছেন তিন মাস পরেও এসে আমাদের ছাত্রদের নামতে হচ্ছে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে।

শিক্ষার্থীরা যখন আওয়ামীদের তারাতে ব্যস্ত তখন আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে বিপ্লব করেছে রাষ্ট্র সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে আমরা কাঁধের প্রেসক্রিপশনে এ আওয়ামীদের পূর্ণবাসন হচ্ছে।

শিক্ষাথীরা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে শ্রমিকেরা তাদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে এই ২৪ এর গণঅভ্যুত্থান সফল করেছে আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মশকরা বন্ধ করুন আপনারা বিপদে পড়বেন আর আওয়ামি পূর্ণবাসন হবে আর আপনারা বলবেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এ দিন আর বেশি দিন থাকবে না আপনাদের ফেস করার জন্য আর শিক্ষার্থীরা রাস্তায় আসবেনা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী- রবিউল ইসলাম, সিয়াম পাটোয়ারী, আতিক হোসাইন, নেওয়াজ মোরশেদ।

এছাড়াও মেয়েদের মধ্যে বক্তব্য রাখেন-জান্নাতুল মাওয়া জেনি, নুসরাত, মারিয়া, রিয়া, মিতুসহ অন্যান্য শিক্ষার্থীরা।
এসময় সমাবেশে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছাড়াও অসংখ্য সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

potato-1

চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ মে.টন

চাঁদপুরে চলতি রবি মৌসুমে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *