হাজীগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর বাজার মনিটরিং ও মোবাইল কোট পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এসময় বাজারের তরকারি পট্টির সব্জির আড়তদার এবং খুচরা বিক্রেতাদেরকে নায্য মূল্যে সব্জি বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও, ট্রাকরোড এলাকায় অবস্থিত ডিমের আড়তসমূহে অভিযান পরিচালনা করা হয় এবং ক্রয় রসিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে ৪হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে ডিম ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় না করতে নির্দেশনা দেয়া হয়।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪
এজি