Tuesday , 7 January 2025
rafik

বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল : মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

হাজীগঞ্জ উপজেলার প্যারাপুর উচ্চ বিদ্যালযের ও মৈশাইন পল্লী মঙ্গল এজিএস উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি আরো বলেন,‘ এ দেশের যত উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগের সৃষ্টি না হলে এ দেশ স্বাধীন হতো না, ’৬৯-এর গণআন্দোলন হতো না। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বিশে^র কাছে রোল মডেল। ’ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষা পৌঁছে দেয়ার কথা বলেছেন ।

কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। চীনে গ্রামে ও কারিগরি শিক্ষার বিস্তৃতি ঘটেছে বহু আগে। কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না।

রোববার ২৩ জুন হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালযের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভপতি অহিদুজ্জামান পাটোয়ারীর সভাপতি ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,‘ তোমার তোমাদের জীবনের প্রতিটা সেকেন্ডকে গুরুত্ব দিবে। তোমার জন্যে সরকার আধুনিকমানের ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিদ্যালয় করে দিচ্ছে। ভালো মানের শিক্ষক দিচ্ছে, তোমাদের মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছে। আমরা শিক্ষার্থীদেরকে বাইসাইকেল দিচ্ছি যা পর্যায়ক্রশে আরো দেয়া হবে।

তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জন্য তোমাদের বাবাব মায়েরা কি পরিমাণ কষ্ট করে। তাদের কষ্টকে মূল্য দিতে হবে তবেই তোমার মানুষের মতো মানুষ হবে।’

স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদেও উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘যাঁরা কমিটিতে থাকেন তাঁরা মাঝে মাঝে বিদ্যালয়ে আসবেন। বাচ্ছাদের সাথে কথা বলবেন। শিক্ষকগণ পাঠদান ঠিক মতো করেন কিনা নজর দিবেন। সারাদেশের ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পোঁছে দিয়েছেন উল্লেখ করে নিজ নির্বাচনির এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা মজুমদারের সঞ্চালেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম,অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যপক সেলিম,আলহাজ্ব সেলিম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, ইউপি সদস্য ইয়াছিন শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিশ কুমার, শিক্ষানুরাগী ফজলুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, যুবলীগের সদস্য সচিব জাকির হোসেন সোহেল, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ খালেক,সাধারণ সম্পাদক অমল ধর, বোরখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি ইব্রাহিম খাঁন রনি, সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রলীগ নেতা রকিবুর ইসলাম রাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমূল আহসান নয়ন,বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রবাসী ফোরামের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার ইমনসহ উপজেলা ও ইউনিয়ন আওযামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য-এদিন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপজেলার প্যারাপুর উচ্চ বিদ্যালযের ও মৈশাইন পল্লী মঙ্গল এজিএস উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। একই দিন বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

২৬ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *