ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট কাল রোববার অনুষ্ঠিত হবে। শুক্রবার মধ্যরাত ১২টার দিকে নির্বাচনের প্রচারণা শেষ হয় ।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, কাল ৯ জুন সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে।
৯ জুন যেসব উপজেলায় ভোট হবে : বাগেরহাট জেলার শরণখোলা,মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা,ডুমুরিয়া, বরিশালের গৌরনদী,আগৈলঝাড়া,পটুয়াখালী জেলার সদর,মির্জাগঞ্জ,দুমকী,পিরোজপুরের মঠবাড়িয়া,ভোলার লালমোহন,তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর,কাঠালিয়া,বরগুনার বামনা,পাথরঘাটা,রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।
৮ মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি, ৯ জুন যা শেষ হবে। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামি বছর।
৮ জুন ২০২৪
এজি