Friday , 3 January 2025
discrimination

বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ২২ অক্টোবর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিবের পদে রয়েছেন আরিফ সোহেল। কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

এসময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।

এ নতুন কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনকে আরো গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করবে এবং কোটা সংস্কারের দাবিতে বৃহত্তর ছাত্রসমাজের সমর্থন পেতে প্রচেষ্টা চালাবে। সংবাদ সম্মেলনে নেতারা তাদের নীতি ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

সম্মেলনে বক্তারা জানিয়েছেন,বর্তমান পরিস্থিতিতে বৈষম্যহীন চাকরির সুযোগ নিশ্চিত করার জন্য তাদের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামি দিনে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে বেগবান করার পরিকল্পনা নিয়েছেন।

২২ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

BCS==

৪৭তম বিসিএসের আবেদন শুরু

৪৭তম বিসিএসের আবেদন শুরু হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *