হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে গতকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মাসুদ আহাম্মদ।
বাংলা বিভাগের প্রভাষক মো.মাসুদুর রহমানের সঞ্চালনায় সভাপতির স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো.মাসুদ আহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১০ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফিরেন। তিনি এ দেশের মানুষকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু তাঁর সে স্বপ্ন বাস্তবায়নের আগেই দেশি-বিদেশি চক্রান্তকারী ও একদল বিপথগামী সৈনিকের হাতে পরিবারসহ শাহাদাত বরণ করেন।’
তিনি বলেন,‘যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তাহলে আজ বাংলাদেশ জাপানকেও ছাড়িয়ে যেতো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব তোমাদের ওপর। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ ও সোনার বাংলা গড়ার জন্যে তোমাদের দায়িত্ব নিতে হবে ।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমা আক্তার,বিলকিস আরা বেগম, প্রদীপ কুমার দাস, এয়াছিন মিয়া প্রমুখ। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
১১ জানুয়ারি ২০২৪
এজি