রোববার এক হেলিকপ্টার বিধস্ত হয়ে দেশের প্রেসিডেন্টসহ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে। যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি বলেছেন ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এ সংকট কাটিয়ে উঠতে পারবে। আগামি ৩ মাসের মধ্যে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবার-এর নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি দু’ মাস এ দায়িত্ব পালন করবেন।
ইরানের সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ইরানের রাজনৈতিক অনুক্রম অনুসারে, রাষ্ট্রের প্রধান হলেন সুপ্রিম লিডার আলি খামেনি। আর প্রেসিডেন্টকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। তিনিই থাকেন সেকেন্ড ইন কমান্ড। যখন সেকেন্ড-ইন-কমান্ড মারা যান, তখন ভাইস প্রেসিডেন্ট ওই দায়িত্ব গ্রহণ করবেন।
রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও তার সাথে একই হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান ছাড়াও আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে,এ হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও ছিলেন।
আজারবাইজান সীমান্তে ইরানের উত্তরাঞ্চলে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এবং কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ইরানের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেশী দেশ আজারবাইজনে একটি বাধের উদ্ধোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেখান থেকে ফেরার পথে দেশটির উত্তরাঞ্চলের পাবর্ত্য এলাকায় বিমানটি বিপজ্জনক অবতরণ করতে বাধ্য হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন, ‘ প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার রোববার ‘হার্ড ল্যান্ডিং’ বা বিপজ্জনকভাবে অবতরণ করেছে। ’
ঘটনার পর অন্তত ৪০টি উদ্ধারকারী দল এবং ড্রোন পাঠানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,‘মহামান্য প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা বেশ কয়েকটি হেলিকপ্টারে করে দেশে ফিরছিলেন। পথে খারাপ আবহাওয়া এবং কুয়াশার কারণে একটি হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয়।’ সূত্র : আল-জাজিরা ও রয়টার্স
২০ মে ২০২৪
এজি