Tuesday , 7 January 2025
dc

চাঁদপুর জেলা স্কাউটসের উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চাঁদপুর জেলা স্কাউটসের আয়োজনে পাঁচ দিনব্যাপি উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা স্কাউটস ভবনের মিলনায়তনে পাঁচ দিনব্যাপি উপদল নেতা প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দীন।

এসময় তিনি বলেন, ‘ আমি আসতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করছি। আজকে শহরে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান চলছে,সেজন্য একটু বিলম্ব হয়েছে। এক সময় তোমরা আমাদের আসনে বসবে। স্কাউটস যারা করে তারা কোনো খারাপ কাজে সম্পৃক্ত হতে পারেনা। আমি চাঁদপুরে আসার পর দেখেছি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চাঁদপুর সরকারি কলেজে অধ্যক্ষ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছে। তোমাকে একদিন পড়িয়েছে সে ও তোমার শিক্ষক। শিক্ষক যদি ভুল করে তোমরা কখনো তার সাথে খারাপ আচরণ করবে না। ’

সে ভুল করতে পারে তার বিচারের দায় তোমরা নিতে পারো না। তোমরা স্কাউটসের সকল বিষয় রপ্ত করতে পারো একদিন তুমি স্হানে যাবে না কেন তুমি হারবে না। তোমরা যারা স্কাউটস করো তারা মিথ্যা বলবে না। এ শিক্ষা গ্রহণ করে তোমরা এগিয়ে যাবে। স্কাউটস যারা করে তারা কারো পরনিন্দা করে না। । স্কাউটস যারা করে তারা ডিসিপ্লিন বজায় রাখে। আমি আশা করবো তোমরা স্কাউটস এর শিক্ষা গ্রহণ করে উপদল নেতা প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করে উপদল নেতা হবে।

জেলা স্কাউটস কমিশনার সামছুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মো. মাসুদ হোসেনে পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটস সহ-সভাপতি এডিসি জেনারেল মোস্তাফিজ রহমান, জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,জেলা স্কাউটসের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা,হাফেজ আহমেদ, রোপ্য হিলশা আলম আরা সাফি, জেলা স্কাউট লিডার গোলাম মেহেদী মাসুদসহ বিভিন্ন উপজেলা সম্পাদক উপজেলা কমিশনার ও জেলা স্কাউট এর নেতৃবৃন্দ।

৮ নভেম্বর ২০২৪
এজি

মডেল

এছাড়াও দেখুন

potato-1

চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ মে.টন

চাঁদপুরে চলতি রবি মৌসুমে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *