Thursday , 2 January 2025
pm
ফাইল ছবি

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী যা বললেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে নির্ধারিত ভাষণ দিয়েছেন। বুধবার ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ শুরু করেন তিনি। শুরুতে সরকার প্রধান আশুরার দিনে কারবালায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

চলমান কোটা আন্দোলনে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন,‘ পরিতাপের বিষয় হলো কিছু মহল এ আন্দোলনকে ব্যবহার করছেন। ’

আন্দোলনে নিহতের ঘটনায় সরকারপ্রধান ‘বেদনাদায়ক ও দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেন, ‘ আপনজন হারানোর বেদনা যে কতো কষ্টের তা আমার থেকে কেউ ভালো জানেন না। ‘

তিনি বলেন,‘ হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত হবে এবং যাদের উসকানিতে এই প্রাণহানি, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।’

সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে অপেক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও গতকাল কোটা আন্দোলনে দেশের বিভিন্ন জেলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো ও তাদের জীবনধারণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত,কোটা সংস্কার আন্দোলনসহ উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পুলিশ,ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন,ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।

এ অবস্থায় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেয়া হয়েছে।

এছাড়াও দেখুন

younus-620x330

নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়েছে : ড.মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *