টানা বৃষ্টিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত কয়েক দিনের বৃষ্টির পানিতে মানুষের পুকুর ও প্রজেক্টের পাড় ভেসে মাছ খাল বিলে চলে যায়। এখনো বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষকরে কাজ করতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষজন। ভাদ্র মাসের এই ভারী বৃষ্টিতে কৃষকের সবজি খেতেও বিরূপ প্রভাব পড়তে পারে।
টানা বৃষ্টিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রায় সবগুলো গ্রামে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষকরে দক্ষিণ অঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ঘর থেকে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪
এজি