চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি গোডাউন ও কয়েকটি দোকান থেকে ১,৩৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ওই সময় তিনজনকে ৭ হাজার টাকা জরিমানা ও ২ জনকে চারদিন করে কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতরের হেফাজতে রাখা হবে। নিলামের মাধ্যমে পরিত্যক্ত পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইক্লিং কারখানায় হস্তান্তর করা হবে।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, নিষিদ্ধ পলিথিন রাখায় তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে চারদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.হান্নান,পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ পুলিশের ফোর্স।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪
এজি