Tuesday , 11 March 2025
police---------

পদক পাচ্ছেন ৪শ’ পুলিশ

এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৪শ জনের একটি তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক প্রদান করা হয়। তবে এর আগে একসঙ্গে এত সংখ্যক পুলিশ সদস্যদের পদক দেয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’,৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’প্রদান করা হয়।

২৩ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

arrest

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১ হাজার ৪৫৭ জন

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *