হাজীগঞ্জে দু মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে সুজন হাজী (৩৫) ও আরমান হোসেন (১৬) নামে দু জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন ।
রোববার ১৩ অক্টোবর বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে। আরমান হোসেন ফরিদগঞ্জ উপজেলার তিলেশার গ্রামের জমদ্দার বাড়ির আউব আলীর ছেলে। সে বাসারা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান,দু মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুজন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাখাওয়াত হোসেন শামীম
১৩ অক্টোবর ২০২৪
এজি