Sunday , 8 September 2024
uno==

গাজার নিহত ফিলিস্তিনিদের ৫৬ % নারী ও শিশু: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে নিহতের অর্ধেকের বেশি বেসামরিক নারী ও শিশু।

মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫৬ % নারী ও শিশু। জাতিসংঘকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি লাগাতার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ১ শ ৭৩ ফিলিস্তিনি। ৩০ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ৪০ % পুরুষ, ২০ % নারী এবং ৩২ % শিশু এবং ৮ % বয়স্ক মানুষ রয়েছেন।

এদিকে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান বলেছেন, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১শ ৯০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন।

১৬ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

hamas

যুদ্ধের পর গাজায় স্বাধীন ফিলিস্তিনি সরকার চায় হামাস

হামাস যুদ্ধবিরতি আলোচনার সময় পরামর্শ দিয়েছে, নির্দলীয় ব্যক্তিদের নিয়ে গঠিত একটি স্বাধীন সরকার যুদ্ধ-পরবর্তী গাজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *