চাঁদপুরের হাজীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ১৯৫ কেজি ইলিশ জব্দ ও মাছ বিক্রেতা তিনজনকে ৯ হাজার টাকা জরিমান করা হয়েছে।
রোববার ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। জব্দ করায় ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে।
জানা যায়,মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে মাছ বাজার পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করে ও মাছ বিক্রেতা তিনজনকে ৯ হাজার টাকা জরিমান করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, ‘১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুত, বাজারজাতকরণ, কেনা-বেচা নিষিদ্ধ থাকবে।’
নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং ১৯৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। তিনজন মাছ বিক্রেতা সতর্ক করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করায় ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে।
শাখাওয়াত হোসেন শামীম
১৩ অক্টোবর ২০২৪
এজি