Friday , 3 January 2025
HAJI
HAJI

হাজীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি : ১৯৫ কেজি জব্দ তিনজনকে ৯ হাজার টাকা জরিমানা আদায়

চাঁদপুরের হাজীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ১৯৫ কেজি ইলিশ জব্দ ও মাছ বিক্রেতা তিনজনকে ৯ হাজার টাকা জরিমান করা হয়েছে।

রোববার ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। জব্দ করায় ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে।

জানা যায়,মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে মাছ বাজার পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করে ও মাছ বিক্রেতা তিনজনকে ৯ হাজার টাকা জরিমান করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, ‘১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুত, বাজারজাতকরণ, কেনা-বেচা নিষিদ্ধ থাকবে।’

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং ১৯৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। তিনজন মাছ বিক্রেতা সতর্ক করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করায় ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে।

শাখাওয়াত হোসেন শামীম
১৩ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামলার আসামী

হাজীগঞ্জে ১৮ মামলার আসামি মাদক কারবারি জাকির গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে বহুল আলোচিত মাদক কারবারি জাকির। ১৮টি মাদক মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *