হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর বিবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন,‘ এ কলেজটিতে যেসকল বিষয়ে পড়ানো হয় প্রত্যেকটি বিষয় কর্মমূখী ও সময়োপযোগী। এখানের শিক্ষকবৃন্দ খুব স্মার্ট ও অভিজ্ঞতাসম্পন্ন। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে এ কলেজটি খুবই গুরুত্ব বহন করে দেশ গঠনে এবং উচ্চ শিক্ষা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ’
কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রভাষক নোমানুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড.ইকবালুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোশাররফ হোসেন ওকলেজের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক
মো.সাইফুল ইসলাম,প্রভাষক আসমা সাদী,কলেজের উপ-পরিচালক মো.সালাউদ্দিন পাটওয়ারী এবং বিবিএ ৩য় সেমিষ্টারের শিক্ষার্থ ী আঁখি আক্তার।
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক আলমগীর হোসেন,কাউছার আলম, মোনায়েম খান,মকবুল হামিদ, সুলতানা রাজিয়া, আরাফাত উল্লাহ, রাকিব হোসেন অভ্র প্রমুখ।
সভাপতি বলেন,‘ স্বল্প খরচে মান সম্পন্ন উচ্চ শিক্ষা আমরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ১৯ বছর যাবৎ দিয়ে আসছি। আশা করি আগামীতে আরো এগিয়ে যাবে সমাজ বিনির্মানে। এছাড়াও ২০২৪ সালের ছাত্র জনতার বিজয়ে যারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ‘
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪
এজি