টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়ে আগামী পাঁচ বছরের জন্য এই সরকার গঠন করবে দেশের সবচেয়ে পুরনো এ রাজনৈতিক দলটি। পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের জন্য সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আজ ১০ জানুয়ারি বুধবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করানো হবে বলে যায়। তবে এবার মন্ত্রিসভায় বেশকিছু রদবদলের কথা জানা গেছে।
মন্ত্রিসভার অন্যান্য সদস্য কারা হচ্ছেন, তা নিয়ে নির্বাচনের পর থেকেই আলোচনা চলছে।
দলটির সূত্র বলছে, সবশেষ ৪৫ সদস্যের মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী বাদ পড়তে পারেন। বয়স, নানা বিতর্ক বা অদক্ষতার দায়ে তারা ঝরে পড়বেন বলে জানা যায়। এরমধ্যে টানা তিন মেয়াদে মন্ত্রিসভায় আছেন- এমন বর্ষীয়ান নেতাও ছিটকে যেতে পারেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী স্বতন্ত্রদের কাছে পরাজিত হয়েছেন। এই তিন মন্ত্রণালয়ে এবার নতুন মুখ আসতে চলেছে।
এছাড়াও এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এই তিন মন্ত্রণালয়েও আসছে নতুন মুখ। আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদল ও নতুন মুখ আসতে পারে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন- এমন কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় থাকতে পারেন বলে জানা গেছে। এরমধ্যে একাধিক সাবেক আমলার নামও রয়েছে আলোচনায়। এছাড়া বর্তমান মন্ত্রিসভায় থাকা কয়েকজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদোন্নতি হতে পারে- এমনটিও আলোচনায় রয়েছে।
কয়েকটি গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে জানা যায়, এবারের মন্ত্রিসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,আইনমন্ত্রী আনিসুল হক,শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
তরুণদের মধ্যে যোগ হতে পারেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।
অন্যদিকে,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলেও কিছু কিছু সূত্র বলছে।
টেকনোক্র্যাট কোটায় আবারও মন্ত্রিসভার সদস্য হতে পারেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। জামালপুর-৫ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং নড়াইল-২ আসনের এমপি ও ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজাও মন্ত্রী হতে পারেন বলে জানা গেছে।
১০ জানুয়ারি ২০২৪
এজি