দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং কচুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ছাত্র সমাজে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১ নভেম্বর সকালে ঐতিহ্যবাহী কোমরকাশা জামালিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদ্রাসার সুপার মোহাম্মদ আবু ছালেহ”র সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ ইউনুসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুদকের সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক সরকার, সহ- সুপার বোরহান উদ্দিন, শিক্ষক গৌতম সরকার, শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানিক সরকার
২৬ নভেম্বর ২০২৪
এজি